![](https://dainikanandabarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নগরীরর বিবিরহাটে নব সুর ভুবন সংগীত একাডেমীর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকালে নগরীর পাচঁলাইশের বশর মার্কেট রোডস্থ নব সুর ভুবন সংগীত একাডেমীর সভাপতি এস এম শাহাবুদ্দিননের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও উদ্বোধন করেন বিশিষ্ঠ গবেষক ও লিখক সংগঠক,এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। তিনি বলেন, সুর ভবন সংগীত একাডেমি সংগীত অনেকদুর নিতে পারেন সেই বিষয়ে যথেস্ঠ অগ্রনী ভুমিকা রাখার আহবান জানান।
স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট মরমী গবেষক ও লেখক দৈনিক সমকালের চট্টগ্রামের ব্যুরো প্রধান নাসির হায়দার, এম এ হান্নান হোসাইনী,সরোয়ার জাহান চৌধুরী,মামুনুর রশিদ মামুন,এস এম জাবেদ, সরওয়ার সাহেব,ডাঃ বরুন কুমার আচার্য, ওমর ফারুক,মো সেলিম,মোঃছ ইমরান,মো দিদার, মো ইমন,প্রশিক্ষক আরসাদ সাথী, মো ওমর ফারুখের সঞ্চালনায় মাওলানা ইলিয়াছ হোসাইনী মিলাদ ও মোনাজাত করেন।