সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধা ছোলায়মান আলী আর নেই

নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধা ছোলায়মান আলী আর নেই

 

নওগাঁর রাণীনগরের বিশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এমএম ছোলায়মান আলী আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে তিনি ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তার মৃত্যুতে উপজেলার বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে। মৃত্যুর সময় তিনি- দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। শুক্রবার জুমার নামায শেষে রাষ্ট্রীয় সম্মাননা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা এমএম ছোলায়মান আলী দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, পারইল উচ্চ বিদ্যালয় ও পারইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির দুইবার করে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn