সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নওগাঁয় দিনে দুপুরে শিব মূর্তি ও দূর্গা মন্দির ভাংচুর করে লুটপাটের অভিযোগ

নওগাঁয় দিনে দুপুরে শিব মূর্তি ও দূর্গা মন্দির ভাংচুর করে লুটপাটের অভিযোগ

 

নওগাঁর মহাদেবপুরে দিনে-দুপুরে মন্দিরের শিবমূর্তি ও দূর্গা মন্দির ভাংচুর করে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়ানের ঘাসিয়াড়া গ্রামে।

ঘাসিয়াড়া সার্ব্বজনীন শিব,দূর্গা মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ মন্ডল অভিযোগ করে বলেন তার দানকৃত জমিতে দীর্ঘদিন আগে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়।

প্রায় ৪ মাস পূর্বে তার নিজস্ব জমিতে মরলাগানো ২২৫টি মেহগনি গাছ কেটে সেগুলোর গুল কাঠগুলা বিক্রির জন্য মন্দিরের পাশে স্তুপাকারে সাজিয়ে রাখা হয়।

শুক্রবার সকাল ১০ টার দিকে ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত বজলুর রহমান সরদারের পুত্র একে ফজলুর রহমান বুলেট,

বিনোদপুর গ্রামের আমজাদ মেম্বার, ঘাসিয়াড়া গ্রামের অনিল চন্দ্র মন্ডলের পুত্র গৌউর চন্দ্র মন্ডল, বিনোদপুর গ্রামের আঃ সালামের পুত্র নাসির উদ্দীনের নেতৃত্বে প্রায় ২০০ জন লাঠিয়াল বাহিনী প্রায় ৪০ ভুটভুটি নিয়ে এসে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মন্দির ও মন্দিরে থাকা শিব মূর্তি ভাংচুর করে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের গুল কাঠ লুট করে পালিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত একে ফজলুর রহমান বুলেটের কাছে জানতে চাইলে তিনি মন্দির ও মূর্তি ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন,

গাছের গুলগুলো তাদের জমি থেকে কেটে বেশ কিছুদিন আগে তিনি ওই স্থানে রেখেছিলেন, ভুটভুটিসহ আজ লোকজন নিয়ে তা নিয়ে এসেছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন রেজা মুর্তি ভাংচুরের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ মন্ডলকে আইনী সহায়তার জন্য মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn