বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নওগাঁয় জবরদখল করে সার ও কীটনাশক ছিটিয়ে ২৫ বিঘা জমি দখলের অভিযোগ

নওগাঁয় জবরদখল করে সার ও কীটনাশক ছিটিয়ে ২৫ বিঘা জমি দখলের অভিযোগ

 

নওগাঁর মান্দায় সার ও কীটনাশক ছিটিয়ে বোরো ধানের অন্তত ২৫ বিঘা জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাঁকাপুর বিলে দখল চেষ্টার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তির নাম সেলিম মণ্ডল। তিনি ভারশোঁ ইউনিয়ন পরিষদের সদস্য ও বাঁকাপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত হলেন একই গ্রামের হজরত আলী, সাবেক ইউপি সদস্য মোতাহার হোসেন, আব্দুল মজিদ, এরশাদ আলী ও এমদাদুল হক।

ভুক্তভোগী সেলিম মণ্ডল বলেন, বাঁকাপুর বিলে ২৫ বিঘা জমিতে অন্তত ৪৫ দিনে আগে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। জমিগুলোতে এরই মধ্যে সার প্রয়োগের কাজ শেষ হয়েছে। কীটনাশক প্রয়োগ করা হয়েছে দু’বার। আর কিছুদিন পর থেকে ধান গাছে শীষ বের হতে শুরু করবে।

সেলিম মণ্ডল অভিযোগ করে বলেন, ‘আজ বুধবার হঠাৎ করেই বাঁকাপুর গ্রামের হজরত আলীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন ভাড়াটিয়া লোকজন আমার ভোগদখলীয় জমিতে সার ও কীটনাশক ছিটিয়ে দেয়। এছাড়া বাঁশের খুঁটি মেরে দখল নেওয়ার চেষ্টা করে। বিষয়টি ইউএনও এবং পুলিশকে অবহিত করেছি।’

এ প্রসঙ্গে অভিযুক্ত হজরত আলী বলেন, ‘ভূয়া কাগজপত্র দিয়ে সেলিম মণ্ডল জমিগুলো ভোগদখল করছে। তাই আমরা জমিগুলোর দখল নিয়েছি।’ জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn