
চন্দনাইশস্থ গাছবাড়ীয়া অমিতাভ বিহারের ধর্মপ্রাণ ধার্মিক উপাসক, প্রবীণ ব্যক্তিত্ব, বাবু সুদর্শন বড়ুয়া’র সহধর্মিনী, সদ্ধর্মের একনিষ্ঠ অনুরাগী, দানশীল ব্যক্তিত্ব বাবু টিপু বড়ুয়া ও অপু বড়ুয়া’র গর্ভধারিণী মমতাময়ী মা, পুণ্যশীলা উপাসিকা, শ্রীমতি জ্যোতিকা রাণী বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া, অষ্টপরিষ্কারসহ সংঘদান সম্পন্ন হয় গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ ইং সোমবার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ একুশে পদক প্রাপ্ত জ্ঞানশ্রী মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন মোগলটুলি শশ্মান বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলকাবংশ মহাস্থবির, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন শাকপুরা তপোবন বিহার অধ্যক্ষ বসুমিত্র মহাস্থবির, শুরুতেই অনুষ্ঠান উদ্বোধন করেন গাছবাড়িয়া অমিতাভ বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু, যথাক্রমে উপস্থিত ছিলেন জ্ঞানরত্ন মহাথেরো, দিপানন্দ মহাথেরো, দেবানন্দ মহাথেরো, সোমানন্দ মহাথেরো, বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. দীপংকর থেরো, প্রজ্ঞাপাল মহাথেরো, চন্দনাইশ জামিজুরি গৌতম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, প্রজ্ঞালোক থেরো, লোকরত্ন থেরো, সুমনলংকার ভিক্ষু, সদ্ধর্মদেশনা করে কৃতজ্ঞতা জ্ঞাপন ও সঞ্চালনা করেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক, উত্তর হাশিমপুর বন বিহারের নবরূপকার অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ থেরো, লোকপ্রিয় থেরো, শরনানন্দ থেরো, নন্দসার ভিক্ষু, শীলব্রত ভিক্ষু, বিনয়মিত্র ভিক্ষু সহ অর্ধ শতাধিক মহান পুজনীয় ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।আগের দিন সন্ধ্যায় চকরিয়া হারবাংস্থ প্রহরচাঁদা গ্রামের এক কুলপুত্রকে নব প্রব্রজ্যা ও উপসম্পদা গাছবাড়িয়া অমিতাভ বিহারের ভিক্ষু সীমায় বিনয় বিধান মতে ১৬ জন মহানসংঘের উপস্থিতিতে বসুমিত্র মহাস্থবিরকে আচারিয় ও এইচ. শীলজ্যোতিকে শিক্ষাগুরু উপাধি প্রদান করে উপসম্পদা সম্পন্ন হয়। উপসম্পদা ধর্মীয় পিতা-মাতা হন সুমন বড়ুয়া অপু ও তৎসহধর্মিনী এ্যানি বড়ুয়া।
উল্লেখ্য তিনি ১৫ ফেব্রুয়ারি রাত আড়াইটায় জ্যোতিকা বড়ুয়া শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সংঘদান শেষে প্রয়াতার পারলৌকিক সদগতি সুখ শান্তি কামনায় পুণ্যদান করেন ও মধ্যাহ্ন ভোজনের আহার গ্রহণ করেন সকলে।