
চন্দনাইশস্থ গাছবাড়ীয়া অমিতাভ বিহারের ধর্মপ্রাণ ধার্মিক উপাসক, প্রবীণ ব্যক্তিত্ব, বাবু সুদর্শন বড়ুয়া’র সহধর্মিনী, সদ্ধর্মের একনিষ্ঠ অনুরাগী, দানশীল ব্যক্তিত্ব বাবু টিপু বড়ুয়া, ও অপু বড়ুয়া’র গর্ভধারিণী মমতাময়ী মা, পুণ্যশীলা উপাসিকা, শ্রীমতি জ্যোতিকা রাণী বড়–য়ার অনিত্য সভা ১৫ ফেব্রুয়ারী বুধবার চট্টগ্রাম নগরীর নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাথের, সদ্ধর্মদেশনা ও পুণ্যদান করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাথের, যথাক্রমে বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. দীপংকর থেরো, প্রজ্ঞাপাল মহাথেরো, চন্দনাইশ জামিজুরি গৌতম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, সুমনতিষ্য থেরো, প্রজ্ঞালোক থেরো, লোকরত্ন থেরো, বোধিপ্রিয় ভিক্ষু, সুমনলংকার ভিক্ষু, সদ্ধর্মদেশনা করে কৃতজ্ঞতা জ্ঞাপন ও সঞ্চালনা করেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক, উত্তর হাশিমপুর বন বিহারের নবরূপকার অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ থেরো, অনিত্য সভায় স্মৃতিচারণ করে উদ্বোধন করেন গাছবাড়ীয়া অভিতাভ বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু, নিদর্শন বড়ুয়া, বাবুল বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, নয়ন বড়ুয়া, প্রমুখ। আনন্দ বাংলা টিভি ও দৈনিক আনন্দবার্তা পত্রিকার পক্ষ থেকে সত্যজিৎ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া নিশি ব্যানার ও পুষ্প দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করেন।অনিত্যসভায় আগত জ্ঞাতি স্বজন পুষ্পমাল্য ব্যানার দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে পারলৌকিক সদগতি ও নির্বাণ সুখ কামনা করে পুণ্যদান করেন। উল্লেখ্য তিনি গতকাল ১৫ ফেব্রুয়ারি রাত আড়াইটায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সুজন বড়ুয়া এবং আগত মহান পুজনীয় ভিক্ষুসংঘ ও উপস্থিত উপাসক উপাসিকাকে আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার তার নিজ বাড়ি চন্দনাইশস্থ গাছবাড়ীয়া গ্রামে অসংখ্য ভিক্ষুসংঘ এবং জ্ঞাতিস্বজনের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে মহাসংঘদান সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার সহ সংঘদান সম্পন্ন করা হবে। এতে জ্ঞাতীস্বজনকে উপস্থিত থেকে পুণ্যদান ও মধ্যহ্ন ভোজন গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।