চন্দনাইশস্থ পশ্চিম সাতবাড়িয়া দেওয়ানজি পাড়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের প্রয়াত শ্রী অজয় চৌধুরী’র সহধর্মিণী ও প্রয়াত সনৎ কুমার চৌধুরী মমতাময়ী মা এবং সাতবাড়িয়া শান্তি বিহারে ধর্মপ্রাণ উপাসিকা শ্রীমতী বিজলী প্রভা চৌধুরী অনিত্য সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশী সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে পদক প্রাপ্ত মাননীয় সংঘরাজ জ্ঞানশ্রী মহাস্থবির। সদ্ধর্মদেশক ছিলেন শাকপুরা তপোবন বিহারের অধ্যক্ষ বসুমিত্র মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশন ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, সোমানন্দ মহাথেরো, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তর হাশিমপুর বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ থেরো, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ধর্মদূত ড. সুমনপ্রিয় থেরো, প্রজ্ঞাজ্যোতি থেরো, বোধিমিত্র থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো, শীলব্রত ভিক্ষু সহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। প্রয়াতার জ্ঞাতি ও আত্মীয় পরিজন উপস্থিত থেকে উপাসিকাকে পারলৌকিক সদগতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। তিনি প্রবাসি পুত্র ও বধু নাতি নাতনী রেখে যান।