
ধন্য বক্তপুর গ্রাম, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী
(ম.)র, আগমন ও দায়রা শরীফ উদ্বোধন
আজ ১৫ ফেব্রুয়ারী ২০২৫খ্রিষ্টাব্দ রোজ শনিবার বিকালে পবিত্র শবে বরাতের দিনে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের মহামান্য সাজ্জাদানশীন আউলাদে রাসুল (দ.) আওলাদে গাউসুলআযম রাহবারে আলম, আলহাজ্ব শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)
প্রকাশ মাওলা হুজুর।বিশ্বঅলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) পবিত্র খানকা শরীফের উদ্বোধন করেন, স্হান- কচির মোহাম্মদ বাড়ি ভক্তপুর।পরে কুতুবুল ইরশাদ হযরত শাহসুফি সৈয়দ নূরুল বখতেয়ার শাহ মাইজভাণ্ডারী (রা.)র রওজা শরীফ যিয়ারত করেন শেষে “মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বক্তপুর ঝর্ণার দীঘির পাড় শাখা”র নবনির্মিত দায়রা শরীফে তশরিফ এনেছেন দোয়া মোনাজাত করে দায়রা শরীফের উদ্বোধন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন বক্তপুর ভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ নূরুল আতাহার মাইজভাণ্ডারী (ম.) মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মওলানা নূরুল ইসলাম ফেরকানি সাহেবসহ অত্র কমিটির উপদেষ্টামন্ডলী, সম্পাদক ও সদস্যবৃন্দ।