রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দৌলতপুরে শত্রুতা করে বিষ দিয়ে মেরে দিল অবসরপ্রাপ্ত আর্মির পুকুরের মাছ

দৌলতপুরে শত্রুতা করে বিষ দিয়ে মেরে দিল অবসরপ্রাপ্ত আর্মির পুকুরের মাছ

 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হাসানপুর গ্রামের মোঃ রহিচ মন্ডলের ছেলে অবসরপ্রাপ্ত আর্মি মোঃ ইমরুল ইসলাম কুতুবের পূর্ব শত্রুতার যের ধরে গতকাল শুক্রবার রাতের অন্ধকারে কীটনাশক দিয়ে পুকুরের মাছ মেরে ফেলে।

অবসরপ্রাপ্ত আর্মি মোঃ ইমরুল ইসলাম কুতুব বলেন, গত দশে জানুয়ারি একটি গ্যাঞ্জাম হয়। তারপর থেকেই বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে আসছে মো: আসাদুল ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম উভয় পিতা আমির আলী গ্রাম: হাসান পুর, ঝাউদিয়া, দৌলতপুর কুষ্টিয়া। আমরা মাছ মারবো তুমি কিছু বলতে পারবা না। যদি কিছু বলো তাহলে আওয়ামী লীগ বলে বিভিন্ন কেস কাসারিতে ঢুকিয়ে একবারে পঙ্গু করে দেব ।অবসরপ্রাপ্ত আর্মি মোঃ ইমরুল ইসলাম কুতুব আরো বলেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে আমার থেকে মোটা অংকের চাঁদা দাবি করাতে আমি চাঁদা না দেওয়াই এখন আবার রূপ পাল্টিয়ে বিএনপি দাবি করে আমার উপরে অত্যাচার করছে। এবং আমার ৭ বিঘা জমির উপরে যে পুকুর আছে সে পুকুরের মাছ মেরে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। আমাকে মফিদুল ইসলাম, পিতা: আমির আলী।
মিন্টু মিয়া পিতা আব্দুর রাজ্জাক। এনামুল ইসলাম, পিতা: শওকত আলী, আশা, পিতা:মৃত আলবাত মন্ডল । সোহেল মিয়া, পিতা মোঃ আব্দুল্লাহ। বিদ্যুৎ মিয়া, পিতা: আশা মন্ডল ।
মো: জাহিদুল ইসলাম। এই সাত থেকে আট জন আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এই ঘটনার আগেও একটি গ্যাঞ্জামে আমি মামলা করেছি। এই মামলা উঠিয়ে নেওয়ার জন্য আমাকে চাপ দিয়ে আসছে। এরা যখন যে দল ক্ষমতায় যায় তখন সে দলের ছত্র ছায়ায় থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জোর বিচার দাবি জানাচ্ছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn