
দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় সোমবার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মোহাম্মদ রাব্বি (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আহত আরেকজন রাব্বির মামাতো ভাই মো; আহাদ এখনো পঙ্গু হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, সোমবার ঈদের দিন রাত আনুমানিক সাড়ে দশটার সময় মোহাম্মদ রাব্বি ও তার মামাতো ভাই আহাদ দুজন মিলে মোটরসাইকেলে উপজেলার সুন্দরীপাড়া এলাকায় রাব্বির নানার বাড়িতে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সুন্দরীপাড়া আর্মি ক্যাম্পের রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক মোহাম্মদ রাব্বি ও তার মামাতো ভাই আহাদ গুরুতর আহত হলে তাদের দুজনকে স্থানীয়রা উদ্বার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের দুজনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় সময় ঢাকার একটি প্রাইভেট হাসপাতাল মৃত্যুবরন করেন মোহাম্মদ রাব্বি।
মঙ্গলবার রাব্বির মরদেহ পরিবারের কাছে এলে কান্নায় ভেঙ্গে পরে পরিবার ও এলাকাবাসি।