
দোহাজারী পৌরসভার সাধারণ নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেয়েছেন দলটির চন্দনাইশ উপজেলা যুবলীগের সদস্য ও মরহুম আবুল কাশেম (লেদু) চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মো. লোকমান হাকিম।
গত ৯ জুন শুক্রবার রাত ১০টায় গণভবনে আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে মো. লোকমান হাকিমকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক এ তথ্য নিশ্চিত করা হয়।
এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আগামী ১৭ জুলাই চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার প্রথম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হবে। এই ভোট হবে ইভিএম এ।
ত দিন লোকমান হাকিম আ’লীগের হয়ে নানান রাজনৈতিক, সামাজিক ও সেবামূলক কাজে যুক্ত ছিলেন। মাট জরিপে জনপ্রিয়তার জন্য তার এ মনোনয়ন পাওয়ার প্রধান কারণ বলে বিশেষ সূত্রে জানা যায়। আরোও জানা যায়, ভোটারদের ধারণা সহজে খালি মাঠে গোলপোস্ট খুঁজে পাবেন না নৌকার প্রার্থী লোকমান হাকিম।