মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দোহাজারী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী লোকমান

দোহাজারী পৌরসভার সাধারণ নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেয়েছেন দলটির চন্দনাইশ উপজেলা যুবলীগের সদস্য ও মরহুম আবুল কাশেম (লেদু) চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মো. লোকমান হাকিম।
গত ৯ জুন শুক্রবার রাত ১০টায় গণভবনে আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে মো. লোকমান হাকিমকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক এ তথ্য নিশ্চিত করা হয়।
এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আগামী ১৭ জুলাই চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার প্রথম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হবে। এই ভোট হবে ইভিএম এ।
ত দিন লোকমান হাকিম আ’লীগের হয়ে নানান রাজনৈতিক, সামাজিক ও সেবামূলক কাজে যুক্ত ছিলেন। মাট জরিপে জনপ্রিয়তার জন্য তার এ মনোনয়ন পাওয়ার প্রধান কারণ বলে বিশেষ সূত্রে জানা যায়। আরোও জানা যায়, ভোটারদের ধারণা সহজে খালি মাঠে গোলপোস্ট খুঁজে পাবেন না নৌকার প্রার্থী লোকমান হাকিম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn