দেশ সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা সাতক্ষীরার নাহিদাল আরজিন
দেশ সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার নাহিদাল আরজিন। তিনি বর্তমানে বদ্দীপুর বহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশের আইসিটি ডিভিশন-এর আওতায় পরিচালিত শিক্ষক বাতায়নে দীর্ঘদিন কাজ করে আসছেন। এখন পর্যন্ত শিক্ষক বাতায়নে ৩৫০টি ডিজিটাল কনটেন্ট, ১৪৫০টি ব্লগ, ১৪০০টি চিত্র, ১০০টি ভিডিও কনটেন্ট আপলোড করেছেন। দীর্ঘদিন যাবত তার নির্মিত বিভিন্ন কনটেন্ট পর্যালোচনা করে ১ লা জানুয়ারি শিক্ষক বাতায়ন ওয়েব সাইটে চলতি পাক্ষিকের সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি ডিজিটাল কনটেন্ট নির্মাণ করে এ সাফল্য অর্জন করেছেন। এটুআই প্রকল্পের আওতায় পরিচালিত শিক্ষা বিভাগের প্রায় ৬ লক্ষ সক্রিয় শিক্ষকের জনপ্রিয় পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি ও উন্নয়নের ভান্ডার শিক্ষক বাতায়ন। প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর, মাদ্রাসা বোর্ডের প্রায় ৬ লাখের বেশি শিক্ষক এখানে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছেন।
জানা যায়, ২০২১ সালে থেকে বাংলাদেশের শিক্ষকদের বৃহত্তম প্লাটফর্ম শিক্ষক বাতায়নের জেলা আইসিটি অ্যাম্বাসেডর। আইসিটিতে সাধারণ শিক্ষকদের এগিয়ে নিতে নাহিদাল আরজিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তিনি সদর উপজেলা থেকে ২০২২ এবং ২০২৪ সালে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তাছাড়া ২০২৪ সালের ডিসেম্বর মাসে ‘শিক্ষা ও নারী ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ হিসেবে জেলার শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেয়েছেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নাহিদাল আরজিন বলেন, স্বীকৃতি কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। তিনি বলেন, নতুন বছরে এ অর্জন সত্যি অনন্য। পরিশ্রম কখনো বিফল হয় না, বিশ্বাস ছিলো মনে-প্রাণে। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন, আমি যেন আমার শিক্ষার্থীদের সমাজের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই।