
বহুদিন বিরতিকাল পর মীরসরাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল ( সোমবার ) উপজেলার বারোইয়ারহাট পৌর এবং মীরসরাই পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই আসনে (চট্টগ্রাম- ১) ধানের শীষ মনোনিত প্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন – ” দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিভিন্ন অব্যবস্থাপনা এবং নৈরাজ্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা নাভিশ্বাস হয়ে পড়েছে। এই সরকারের পতন ছাড়া জনগনের ভাগ্য পরিবর্তন হবে না। আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে সরকার পতনের যুগপৎ আন্দোলনে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি “।
বারোইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আজম খাজা, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বদরু।
এসময় এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলম নোমান, মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা শেখ শাহাদাত হোসেন, এডভোকেট শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা রোটারিয়ান জসীম উদ্দিন, মীরসরাই পৌর যুবদলের সদস্য সচিব কামরুল হাসান সবুজ, মীরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, বারইয়ারহাট পৌর যুবদলের সভাপতি নুরুল আবছার মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, মোহন দে সহ নেতৃবৃন্দ।
১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে উক্ত দোয়া ও ইফতার মাহফিল শেষ হয়।