রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

দেশের প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে একজন করে খ্রিস্টান ধর্মীয় শিক্ষক চান নির্মল রোজারিও

দেশের প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে একজন করে খ্রিস্টান ধর্মীয় শিক্ষক চান নির্মল রোজারিও

 

খ্রিস্টিয়ানদের ধর্মীয় ইতিহাস রক্ষার্থে ঈশ্বরীপুরে সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে একটি তীর্থ কেন্দ্র হিসেবে মডেল গীর্জা নির্মাণ করতে হবে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে খ্রিস্টান ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করছে, সেখানে তাদের ধর্মশিক্ষার জন্য খ্রিস্টান ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে। জাতীয় কর্মসূচীতে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনকে সাংগঠনিকভাবে নিমন্ত্রণ করতে হবে ও অনুষ্ঠানের শুরুতে অন্যান্য ধর্মীয় গ্রন্থের ন্যায় পবিত্র বাইবেল পাঠের ব্যবস্থা করতে হবে।
প্রত্যেক জেলা ও উপজেলায় সরকারিভাবে খ্রিষ্টানদের কবর স্থানের ব্যবস্থা করতে হবে। সাতক্ষীরা সুলতানপুর বাটকেখালীস্থ খ্রিস্টরাজার গীর্জার নিজস্ব সম্পত্তি চালতেতলাস্থ খ্রিস্টান কাথলিক কবর স্থানের সামনে (পূর্ব ও দক্ষিণ দিকে) রাস্তার ধার দিয়ে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে কবর স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। সেই কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে ও কবর স্থানের উন্নয়ন কল্পে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
খ্রিস্ট রাজার গীর্জার ফাদারদের বাস ভবনের পূর্বপার্শ্বে রাস্তার ধারে পৌরসভা কর্তৃক নির্মিত ডাস্টবিনটি দুর্গন্ধমুক্ত রাখার জন্য অপসারণপূর্বক অন্যত্র স্থাপন করতে হবে।
সাতক্ষীরা জেলায় অন্তত দুটি সরকারিভাবে মডেল গীর্জা নির্মাণ করতে হবে। ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে সরকারিভাবে সাধারণ ছুটির ব্যবস্থা করতে হবে। ‘ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের বার্ষিক সভা ও প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও। শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় বড়দল সেন্ট জেভিয়ার চার্চের হলরুমে বার্ষিক সমন্বয়ে সভা ও প্রতিনিধি সমাবেশে শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। খ্রিস্টান এসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধর্ম পল্লীর পালক পুরোহিত রেভা. ফাদার জুয়েল ম্যাকফিল্ড। খ্রিস্টান এসোসিয়েশনের আশাশুনি উপজেলা শাখার সভাপতি পিউস হালদার ও সাধারণ সম্পাদক লালন সরকারের ব্যবস্থাপনায় সভায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার প্রেসিডেন্ট রোটারিয়ান স্বপন বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক পৌল সাহা, কলারোয়ার পালক ডেবিট গনেশ বিশ্বাস, ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত রেভা. ফাদার মার্টিন শঙ্কর মন্ডল প্রমুখ। সবশেষ উপস্থিত অতিথিবৃন্দসহ খ্রিস্টান এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দদের নিয়ে স্টার সানডে দিন এসএসসি পরীক্ষা বাতিলের দাবিসহ মোট নয়টি দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn