
প্রিমিয়ার ব্যাংকের আগ্রাবাদ শাখার প্রায় ১০০ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় চট্টগ্রামের সাদ মুসা গ্রুপের এমডি মো. মহসিন ও পরিচালক শামীমা নার্গিস চৌধুরীকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সম্প্রতি চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এছাড়া, উক্ত আদেশের কপি পুলিশের বিশেষ শাখা (ইমিগ্রেশন) বরাবর প্রেরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন আদালত।
Post Views: ১৩৩