শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রিমিয়ার ব্যাংকের আগ্রাবাদ শাখার প্রায় ১০০ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় চট্টগ্রামের সাদ মুসা গ্রুপের এমডি মো. মহসিন ও পরিচালক শামীমা নার্গিস চৌধুরীকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সম্প্রতি চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এছাড়া, উক্ত আদেশের কপি পুলিশের বিশেষ শাখা (ইমিগ্রেশন) বরাবর প্রেরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন আদালত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn