
দেবী বন্দনায় পঞ্চম তম বর্ষে পদার্পণ করলো, কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
আজ ৪ঠা ফেব্রুয়ারী মঙ্গলবার, ছয় নম্বর এসপ্ল্যানেড ইস্টের,সিদো কানহু ডহড় সংযোগস্থলে, কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে, পঞ্চম তম বর্ষে পদার্পণ করলো দেবী বন্দনা ও চিত্র প্রদর্শনী।
প্রতিমার শুভ সূচনা করেন, ১লা ফেব্রুয়ারী শনিবার বেলা একটায়, বিদ্যুৎ , আবাসন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, ফিতে কেটে চিত্র প্রদর্শনী ও প্রতিমার শুভ সূচনা করেন,
২রা ফেব্রুয়ারী রবিবার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানাগরিক কলকাতা ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী জনাব ফিরাদ হাকিম,
প্রতীমা ও প্রদর্শনীর শুভ সূচনার পর, অতিথিদের বরণ করে নেন উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই প্রদর্শনী চলবে ১লা ফেব্রুয়ারী থেকে ৪ঠা ফেব্রুয়ারী পর্যন্ত, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত, পথ চলতি মানুষ ও শিল্পীদের জন্য দেখার সুযোগ থাকছে।
এই প্রদর্শনীতে প্রায় ১৩৫ জন চিত্র সাংবাদিকের ছবি তুলে ধরা হয়েছে, প্রদর্শনীতে প্রায় ২৮০ টি ছবি প্রদর্শিত হয়েছে। তাহাদের মধ্যে রয়েছেন পিন্টু প্রধান ,স্বপন মহাপাত্র ,অরিজিত সাহা, অমিত মল্লিক সহ অন্যান্যরা। প্রত্যেকের ছবি দর্শকদের মন জয় করেছে এমনকি শিল্পীদেরও। যে ছবিগুলির মধ্যে রয়েছে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা কেন্দ্রিক তোলা।
আজ ৪ঠা ফেব্রুয়ারী মঙ্গলবার অর্থাৎ শেষ দিন, ঠিক দুপুর দুটোয়, কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, তাহা পরিদর্শনে আসেন কলকাতা পুলিশের, সি পি, এম কে ভার্মা, তাহাকেও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান এবং প্রদর্শনীতে রাখা প্রতিটি ছবি তিনি পরিদর্শন করেন, সর্বশেষে চিত্র সাংবাদিকদের উদ্দেশ্যে কয়েকটি কথা তুলে ধরেন। এইরকম একটি জায়গায় এত সুন্দর প্রদর্শনী দেখে মুগ্ধ হন ও চিত্র সাংবাদিকদের কাছে কয়েকটি চিত্র সম্বন্ধে বিশ্লেষণ করে জানতে চান ছবিটির বিষয়ে তাহার সাথে সাথে চিত্র সাংবাদিকদের শুভেচ্ছা জানান।