
দেবহাটার পাইকপাড়ায় জোরপূর্বক মন্দিরসহ জমি দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা
দেবহাটার পাইকপাড়া জগন্নাথপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর পূর্বক মন্দিরসহ জমি দখল করার চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আদালতে দাখিলকৃত মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দেবহাটার পাইকপাড়া জগন্নাথপুর গ্রামের মৃত সুধীর রায়ের পুত্র তপন কুমার রায়(৬০) এর বসত বাড়ি ও মাছের ঘেরসহ তাদের পাইকপাড়া রাধাকৃষ্ণ কালীমাতা মন্দিরের জমি নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের বাবুরালী গাজীর পুত্র জামাল ফারুক (৪৫) ও মাহামুদুল হাসান (৪৮) এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে দেওয়ানী আদালতে মামলা করেও সুরাহা না হওয়ায় গত ৩ মার্চ বিবাদীরা জোরপূর্বক দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে উক্ত মন্দিরসহ বাড়িঘর ও মাছের ঘের জবরদখল করার পায়তারা করতে থাকে। এসময় তপন কুমার রায় ও তার পরিবারের অন্যান্যদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে চলে যায় এবং পরবর্তীতে সুযোগ পেলে আবারো জবরদখল করবে বলে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় তপন কুমার রায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন ৩৩৩/২৫ নম্বর মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি দেবহাটাকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং দেবহাটা সহকারী কমিশনার ভূমি দেবহাটাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।আদালতের আদেশ মোতাবেক পুলিশ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করলে প্রতিপক্ষ জামাল ফারুক ও মাহামুদুল হাসান আরো ক্ষিপ্ত হয়ে মন্দিরের সকল কার্যক্রম বন্ধ করার জন্য হুমকি প্রদর্শন করেছেন বলে স্হানীয় বিধান,ইরুলাল রায়,প্রভাষ রায় ও তপনসহ এলাকাবাসী জানিয়েছেন।তারা আরও জানান-এ ঘটনাকে কেন্দ্র করে যেকোন সময় এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গসহ বড় ধরণের সংঘর্ষ বাধতে পারে।এঘটনায় সংখ্যালঘু ওই পল্লীর বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতার আশংকায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।