
দেবহাটার কুলিয়া কার্পেটিং রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দত্তডাঙ্গা কুলিয়া বাঁধের মুখ হইতে কলখালি ব্রীজ পযর্ন্ত দেড় কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্মাণাধীন রাস্তার পাশে লাবণ্য বতী খাল থেকে অবৈধভাবে সরকারি পারমিশন ছাড়াই ড্রোন মেশিন দিয়ে বালি উত্তোলন করে পাইপ দিয়ে উক্ত রাস্তায় দেওয়া হচ্ছে। তবে যে বালি দেওয়া হচ্ছে তাহাতে অর্ধেক মাটি মিশ্রিত।
মঙ্গলবার ১৫ এপ্রিল সকালে সরেজমিনে যেয়ে দেখা যায়, রাস্তা নির্মাণে যে বালি দেওয়া হচ্ছে তাহাতে অর্ধেক মাটি মিশ্রিত, আর যে বালি গুলো দেওয়া হচ্ছে সেগুলো নির্মাণাধীন রাস্তার পাশে লাবণ্য বতী খাল থেকে অবৈধ ভাবে ড্রোন মেশিন দিয়ে উত্তোলন করা হচ্ছে।
এলাকাবাসী আরো জানান, এই রাস্তাটি নির্মাণের জন্য দীর্ঘ এক বছর যাবৎ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। এই রাস্তাটি দিয়ে ঘের মালিকরা তাদের মৎস্য ঘেরে চলাচলের একমাত্র রাস্তা, সেহেতু উক্ত রাস্তাটি নিদিষ্ট সময়ের মধ্যে দ্রুত নির্মাণ করা জরুরি প্রয়োজন, কারণ সামনে বর্ষাকাল রাস্তা নির্মাণ করা না হলে এলাকাবাসী ব্যাপক দুভোর্গে পড়বে।
এব্যাপারে উক্ত রাস্তার কাজের ঠিকাদার আনিছুর রহমান কাছে জানতে চেয়ে তার ০১৭১১১৪৭৪৫৫ নাম্বারে ফোন দিলে সেটি বন্ধ দেখা যায়।
এব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, লাবণ্য বতী খাল থেকে বালি উত্তোলন করছে আমি জানি না। তিনি আরো বলেন, রাস্তার কাজের অনিয়মের অভিযোগ আমি পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উক্ত কার্পেটিং রাস্তাটি সরকারি সিডিউল অনুযায়ী নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি