রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

দু যব লীগ নেতা বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ায় দুই যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
১৯ আগস্ট সন্ধ্যায় রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এ বি এম কামরুজ্জামানের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, উপজেলার নৈহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. তারেক আজিজ ও সিনিয়র সহসভাপতি মো. আশিক ইকবাল।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী যুবলীগের নীতি ও আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও এই সংগঠনে স্থান নেই। সম্প্রতি নীতি, আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নৈহাটি আওয়ামী যুবলীগের সভাপতি মো. তারেক আজিজ ও সিনিয়র সহসভাপতি মো. আশিক ইকবালকে যুবলীগের সব কর্মকাণ্ড থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এর আগে গত ১৪ আগস্ট রাতে সাঈদীর মৃত্যুর পর দুই যুবলীগ নেতা শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ নিয়ে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এ বি এম কামরুজ্জামান বলেন, দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর মো. তারেক আজিজ ও মো. আশিক ইকবাল শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। যা আওয়ামী যুবলীগের সম্পূর্ণ নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। যা নিয়ে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উক্ত স্ট্যাটাসের প্রমাণ আমাদের হাতে রয়েছে। সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn