সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দুর্যোগে সিকিমে এবার সেনাক‍্যাম্পে ধস, মৃত ৩ জওয়ান, নিখোঁজ ৬

দুর্যোগে সিকিমে এবার সেনাক‍্যাম্পে ধস, মৃত ৩ জওয়ান, নিখোঁজ ৬

 

ধসে বিপর্যস্ত ভারতের সিকিমে একদিকে পর্যটকরা আটকে পড়েছেন, চলছে উদ্ধার কাজ, অন‍্যদিকে উত্তর পূর্বের রাজ‍্যের ছাতেনে রবিবার ( ১ জুন) সন্ধ্যায় ধস নেমেছে একটি সেনা ক‍্যাম্পে। এই ঘটনায় কমপক্ষে ৩ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ৬ সেনাকর্মী। বেশ কিছুদিন ধরেই দুর্যোগে বিপর্যস্ত লাচুঙ ও লাচেঙ। ধসে রাস্তার পাশাপাশি ব্রিজ ভেঙে বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এই অবস্থায় সোমবার (২ জুন) সকাল থেকে লাচুঙে আটকে থাকা পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু হয়েছে। কঠিন হচ্ছে বিপদসংকুল লাচেঙে আটকে থাকা পর্যটকদের নিরাপদে নামিয়ে আনার কাজ। প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারে লাগাতার কাজ করেছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এছাড়াও পর্যটকদের উদ্ধার কাজে সাহায্য করছেন স্থানীয় লাচুংপা সম্প্রদায়ের মানুষ। প্রশাসনকে সাহায্য করছেন লাচুংয়ের হোটেল অ‍্যাসোসিয়েশনের সদস্যরা ও। এর মধ‍্যেই রবিবার (১ জুন) সন্ধ‍্যায় ছাতেনে ধস নামে একটি সেনা ক‍্যাম্প। বড়সড় ধসের ফলে প্রাথমিকভাবে ৯ জন সেনাকর্মী নিখোঁজ হন। পরে  ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে সেনা। সেখানও উদ্ধার কাজ চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn