
দুমকী উপজেলায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়িতে ১৪ মে আনুমানিক রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরের ভেতরে থাকা সাতটি ছাগল পুড়ে মারা যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পরপরই তা দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়নি, ফলে স্থানীয় লোকজন নিজেরাই পানি ও বালতির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘরের সমস্ত আসবাবপত্র, জামাকাপড়, মূল্যবান কাগজপত্রসহ ঘরে রাখা সাতটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
বাড়ির মালিক মৃত শাজাহান শিকদারের স্ত্রী মোসা: রাহেলা বেগম জানান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সাতটি ছাগলই আমার সংসারের সহায় ছিল। সবকিছু পুড়ে গেল, কিছুই বাঁচাতে পারলাম না।”
ঘটনাটি এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।।