শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দুপুর সাড়ে তিনটে নাগাদ, ৪৭/বি , রুটের একটি বাস, দাঁড়িয়ে থাকা পরপর পাঁচটি গাড়িকে ধাক্কা মারে

দুপুর সাড়ে তিনটে নাগাদ, ৪৭/বি , রুটের একটি বাস, দাঁড়িয়ে থাকা পরপর পাঁচটি গাড়িকে ধাক্কা মারে

 

আজ ১৪ই মে বুধবার, ঠিক দুপুর সাড়ে তিনটায়, কলকাতার জহরলাল নেহেরু মিউজিয়াম ও লটারী সদনের সামনে, ভবানীপুরের দিক থেকে আসা ৪৭/বি, No WB 04F 6818 ,বাসটি যাত্রীসহ ‌ নিয়ে রবীন্দ্রসদন ক্রসিং পেরনোর পর, জহরলাল নেহেরু মিউজিয়াম ও লটারি সদনের সামনে পার্কিং এ দাঁড়িয়ে থাকা পরপর পাঁচটি গাড়িতে ধাক্কা মেরে ক্ষতবিক্ষত করে দেয়, ধাক্কা মেরে বাসটি পালিয়ে যাওয়ার সময় থিয়েটার রোডের সামনে ধরা পড়ে ড্রাইভার সহ, ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে, পাঁচটি গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসেরও সামনের ডাইভারের বাম দিকে অনেকটাই ক্ষতি হয়েছে। তবে বাসটিকে আটক করে রাখা হয়েছে।

তবে কিভাবে এই ঘটনা ঘটলো জনবহুল রাস্তায় তা সঠিক জানা যায়নি , যাহারা দেখেছেন তাহারা বলেন গাড়িটি খুব জোরে আসছিল এবং হিমেশের মধ্যে পরপর গাড়িকে ধাক্কা মারতে থাকে, তবে অনুমান ডাইভার সুস্থ মাথায় ছিল না, ঘটনাস্থলে শেক্সপীয়ার থানার অফিসারেরা উপস্থিত হন এবং গাড়িগুলিকে টেনে শেক্সপীয়ার থানায় নিয়ে যান, সারা রাস্তায় গাড়ির কাঁচ ভেঙে ছড়াছড়ি হয়ে রয়েছে। বেশ কিছু হোমগার্ড গাড়ির সামনে উপস্থিত হন, গাড়ি চলাচল স্বাভাবিক করতে।

তবে কয়েকটি গাড়ি, একদম নতুন অবস্থায় দাঁড়িয়ে ছিল, মাজায় একটি গাড়ির মধ্যে তিনজন বসেও ছিলেন ভাগ্যক্রমে তারা বেঁচে গেছেন, কারো কোনরকম ক্ষতি হয়নি, প্রত্যেক গাড়ির ড্রাইভারেরা থানায় গিয়ে কেস করেন। গাড়ি গুলিকে থানায় নিয়ে গিয়ে রাখা হয়েছে। তবে জানা যায় যে গাড়ি গুলিতে ধাক্কা লেগেছে তারা বাসের মালিকের কাছ থেকে কোনরকম ক্ষতি পাবেন না বলেই এটুকু জানা যায়, ইন্সুরেন্স থেকে যদি পায় তবেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn