শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দুই শিক্ষার্থীর প্রাণ গেল রাস্তায়

বড়াইগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনন সরকার (২২) ও আবির হোসেন (২২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।গতকাল ৩০ আগস্ট বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মনন সরকার বড়াইগ্রামের গড়মাটি গ্রামের সাবেক সেনা সদস্য ডাবলু সরকারের ছেলে এবং আবির পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডলি গ্রামের লালন মিয়ার ছেলে। দুজনেই উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী জানান, গতকাল বুধবার রাতে প্রয়োজনীয় কাজ শেষে মনন মোটরসাইকেলে আবিরকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে গড়মাটি রশিদ অটো রাইস মিল এলাকায় পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির ও মনন ঘটনাস্থলেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলীমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn