সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

দুই ছিনতাইকারী আটক

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মোবাইল ও ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দু’জন হলেন কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকার আকবর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২১) ও কিশোরগঞ্জের নিকলী থানার মিরাঠী এলাকার মতিউর রহমানের ছেলে রমজান (২০)। তারা দুজনেই বর্তমানে হালিশহর থানা এলাকায় থাকেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর হাউজিং এলাকার বাসিন্দা এক তরুণীর কাছ থেকে ছুরি দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ৩১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ‘জি’ ব্লকের এনএইচএ ফ্লাট প্রকল্প গেটের ভেতরে এই ঘটনা ঘটে।
হালিশহর থানার এসআই মো. ইয়াছিন বলেন, ‘অভিযোগ পেয়ে ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে হালিশহর থানা পুলিশ। গতকাল শুক্রবার দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn