
দীর্ঘ দেড় যুগ পর বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কোটালীপাড়া উপজেলা ও পৌরবিএনপি শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।
গতকাল (১লা জুন )রবিবার কোটালীপাড়া উপজেলা সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা হতে বিএনপি’র দী বার্ষিক সম্মেলন কে বাস্তবায়নে রূপ দিতে কোটালীপাড়ার ১১ টি ইউনিয়ন সহ পৌরসভার সকল নেতা কর্মী রা খন্ড খন্ড মিছিল নিয়ে কোটালীপাড়া কলেজ মাঠে উপস্থিত হন। নেতাকর্মীদের উপস্থিতিতে কলেজের মাঠ লোক সমাগমে কানায় কানায় পরিপূর্ণ হয়।
কোটালীপাড়া বিএনপি’র আহবায়ক এসএম মহিউদ্দিনের সভাপতিতে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ড, আসাদুজ্জামান (রিপন)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরবিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদিকা জনাব শামা ওবায়েদ। ফরিদপুর বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান ফরিদপুর বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান (সেলিম )ও গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান (রাফি )।
কোটালী পাড়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা।
সম্মেলনের শেষে কেন্দ্রীয় নেতারা কোটালীপাড়া উপজেলা বিএনপি’র কমিটি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং কোটালীপাড়া পৌর বিএনপি’র সভাপতি মোঃ ইউসুফ দাড়িয়া এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার।