বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দীঘিনালা উপজেলা বিএনপির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দীঘিনালা উপজেলা বিএনপির পক্ষ থেকে
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় টানা ভারী বর্ষণে মাইনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার স্থানীয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৩৮টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে দীঘিনালা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফি ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন জয়নাল,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী হাবিবুল্লাহ রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন এবং কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম।

বিএনপির নেতারা বলেন- প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব।
খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় আজকের এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতেও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn