শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দি চিটাগাং চেম্বার অব কমার্সের ৪র্থ বারের মত পরিচালক নির্বাচিত হলেন নাহার এগ্রো গ্রুপের এমডি রকিবুর রহমান (টুটুল)

রকিবুর রহমান (টুটুল) ১৯৭৪ সালের ১ ফেব্রুয়ারী চট্টগ্রামে বসবাসরত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা টি এস মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনিয়ার পদে চট্টগ্রামে কর্মরত ছিলেন এবং মাতা সামছুন নাহার। রকিবুর রহমান টুটুল দেশের৷ প্রতিষ্ঠিত এগ্রো প্রতিষ্ঠান নাহার এগ্রো’র স্বত্তাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শিক্ষাজীবনে প্রাণির প্রতি ভালোবাসা থেকে তিনি ৩০০ ডিম পাড়া মুরগী দিয়ে পোল্ট্রি সেক্টরে কাজ শুরু করেন। কালের পরিক্রমায় তিনি গড়ে তোলেন বাংলাদেশের পোল্ট্রি সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান নাহার এগ্রো। প্রতিষ্ঠানটির রয়েছে ২টি জিপি (গ্রান্ড প্যারেন্ট) ফার্ম, ৭টি পোল্ট্রি ব্রিডার ফার্ম, ৪টি ফিড মিল। তাছাড়া বাংলাদেশের বৃহত্তম এবং সর্বাধুনিক ডেইরি ফার্ম নাহার ডেইরি লিমিটেড, নাহার এগ্রোরই একটি প্রতিষ্ঠান। তাঁর এই অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরপর দু’বার ডেইরি আইকন-২০২১ (ডেইরি) ও ডেইরি আইকন-২০২২ (খাদ্য) তাঁকে পুরষ্কৃত ও সম্মানিত করা হয়েছে। তিনি বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাটিয়ারি গলফ এন্ড কান্ট্রি ক্লাব এর ইসি মেম্বার এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ২০১৮-২০২১ পর্যন্ত ব্রিডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই নিয়ে রকিবুর রহমান (টুটুল) ৪র্থ বারের মত দি চিটাগাং চেম্বার অব কমার্সের ডাইরেক্টর হিসেবে নির্বাচিত হলেন। এই কর্ম পাগল মানুষটির মেধা, সৃজনশীলতা ও গতিশীল নেতৃত্বে চট্টগ্রামসহ সারাদেশের ব্যবসায়ী সমাজ নিঃসন্দেহে উপকৃত হবে। রকিবুর রহনান টুটুল ৪র্থ বারের মতো পরিচালক হওয়ায় খুলশী থানা আওয়ামী লীগের আহবায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন হীরন, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক কায়সার মালিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn