
দিল্লি ভোটে এক্সিট পোলে জয়জয়কার বিজেপির
ভারতের রাজধানী দিল্লির কুর্সি কার দখলে থাকবে, তার জনমত ইতিমধ্যেই এসে গিয়েছে ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোটের ভোট গ্রহনের মধ্য দিয়ে। এবার অপেক্ষা দিল্লি ভোট ২০২৫ এর এক্সিট পোলের। এই বুথ ফেরত সমীক্ষায় আপ, বিজেপি, কংগ্রেসকে ঘিরে কোন সংখ্যা উঠে আসে, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা দেশ। দিল্লি বিধানসভা ভোটের ফলাফল আগামী ৮ ফেব্রুয়ারি। দিল্লি ভোটের বুথ ফেরত সমীক্ষায় পিপলস ইন সাইটের সমীক্ষা বলছে, দিল্লিতে বিজেপি পেতে পারে ৪০ থেকে ৪৪টি আসন। আপ পেতে পারে ২৫ থেকে ২৯টি আসন। কংগ্রেস ০-১ আসন পেতে পারে। ম্যাট্রিজের এক্সিট পোল বলছে, দিল্লিতে বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪০ আসন। আপ পেতে পারে ৩২ থেকে ৩৭ আসন। কংগ্রেস ১টি আসন পেতে পারে। পিপলস প্লাস এক্সিট পোল এ আভাস দেওয়া হচ্ছে, দিল্লিতে ঘুরতে পারে খেলা। বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ৫১ থেকে ৬০ আসন। আপ পেতে পারে ১০ থেকে ১৯ আসন। এক্সিট পোলই বলছে, দিল্লিতে ফুটতে চলেছে পদ্ম। বিজেপি শিবিরের জয়জয়কারের আভাস রয়েছে বেশির ভাগ বুথ ফেরত সমীক্ষায়।