
দিল্লির আনন্দ বিহারের কাছে ঝুপড়িতে অগ্নিকান্ড, ৩ জন নিহত
ভারতের রাজধানী দিল্লির আনন্দ বিহারের কাছে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের। এছাড়াও ১জন আহত হয়েছেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ঝুপড়িতে আটকে পড়েন নিহতরা। তাঁরা বেড়িয়ে আসতে পারেনি। দমকল বাহিনী পরে আগুন নিভিয়ে দেহগুলি উদ্ধার করেছে। পুলিশ ও দমকল সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১১ মার্চ) ভোররাতে ২টা ১৫ মিনিটে মঙ্গলম রোডের ধারে অবস্থিত বস্তিতে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুন এতটাই ভয়াবহ রুপ নেয় যে, ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Post Views: ৩৪