সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

দিল্লিতে ৫ বাংলাদেশি গ্রেফতার !

দিল্লিতে ৫ বাংলাদেশি গ্রেফতার !

 

জাল নথি বানিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বসবাস করতে শুরু করেছিলেন ৫ বাংলাদেশি নাগরিক। ভারতে থাকার কোনও বৈধ নথি না দেখাতে পারার কারনে তাঁদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সবমিলিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ‍্যে ৫ জন বাংলাদেশি এবং বাকিরা জাল নথি বানাতে তাঁদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ। সংবাদ সংস্থা জানিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন‍্য নথি জাল করার একটি চক্র দিল্লিতে সক্রিয় রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। অবৈধভাবে দিল্লিতে বসবাস করা বাংলাদেশিদের খুঁজে বার করতে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় থেকে। এরপরেই পুলিশের তৎপরতা শুরু হয়ে যায় দিল্লি জুড়ে। দিল্লির কোথায় কত বাংলাদেশি অবৈধভাবে বসবাস শুরু করেছেন, তা খুঁজতে শুরু হয় বিশেষ পুলিশি অভিযান। দিল্লি পুলিশ জানায়, তারা এখনও পর্যন্ত সন্দেহভাজন ১৭৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেছে। স্থানীয় থানাগুলির পুলিশ কর্মী এবং অন‍্য আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। বাড়ি বাড়ি ঘুরে তথ‍্য সংগ্রহ শুরু করে সেই দল। কোথাও কোনও  অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন কিনা, সে বিষয়েও খোঁজ খবর নেওয়া শুরু করে। এরই মধ‍্যে মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সকালে দিল্লি পুলিশ জানায়, আরও ৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে তারা। একই সঙ্গে জাল নথি চক্রে জড়িত সন্দেহে আরও ৬ জনকে পাকড়াও করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn