
দিল্লিতে ৪তলা বাড়ি ভেঙে মৃত ২
ভয়াবহ দুর্ঘটনা ভারতের রাজধানী দিল্লির বুরারিতে। ৪ তলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল ২ জনের। দুর্ঘটনার জেরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অন্তত ২২ জন। তাঁদের মধ্যে ৩ শিশুসহ মোট ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বুরারির কৌশিক আবাসনে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বুরারিতে। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৪ তলা ওই বিল্ডিং। শুরুতে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। ৭ টায় খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি উদ্ধার কাজে আসে পুলিশ, জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই দূর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের নিচে অন্তত ২২ জন চাপা পড়ে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী।