
দিল্লিতে বাংলাদেশি খেদাও অভিযান পুলিশের, গ্রেফতার ২৪ অনুপ্রবেশকারী
ভারতের রাজধানী দিল্লির শাসনভার হাতে নিয়েই বাংলাদেশি খেদাও অভিযানে নামল বিজেপি সরকার। বুধবার (১২ মার্চ) রাজধানীর নানা প্রান্তে অভিযান চালিয়ে গ্রেফতার করা হল ২৪ অবৈধ বাংলাদেশিকে। পাশাপাশি অভিযুক্ত কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় পরিচয়পত্র। পুলিশ সূত্রে প্রকাশ, অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার করতে এদিন দক্ষিণ ও দক্ষিণ – পূর্ব দিল্লির নানা জায়গায় অভিযান চালানো হয়। এই অভিযান চলাকালীন দক্ষিণ দিল্লি থেকে গ্রেফতার করা হয় ১৩ জন বাংলাদেশিকে। পাশাপাশি দক্ষিণ – পূর্ব দিল্লি থেকে গ্রেফতার করা হয় ১১ জনকে। পুলিশের অনুমান, এরা সকলেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসে বসবাস করছিলেন। এমনকি এখানে এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিলেন। এর পাশাপাশি আরও ১০ জনের নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ।
Post Views: ২৬