
দিল্লিতে বহুতলে ভয়ংকর অগ্নিকান্ডে মৃত অন্তত ৩
ভয়াবহ অগ্নিকান্ড ভারতের রাজধানী দিল্লির এক বহুতলে। অগ্নিকান্ডের জেরে ৭ তলা ওই বহুতল থেকে প্রাণ বাঁচাতে মরণ ঝাঁপ। ঘটনার জেরে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঝাঁপ দিয়ে আহত হয়েছেন আরও একাধিক জন। ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১০ জুন) সকালে এই অগ্নিকান্ডের ঘটনাটি সংগঠিত হয়েছে দিল্লির দ্বারকার সেক্টর ১৩ তে। ৭ তলা ওই আবাসনের উপরের তলা দাউদাউ করে জ্বলতে দেখা যায়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। প্রাণ বাঁচাতে ৭ তলা থেকে ঝাঁপ দেন বেশ কয়েকজন। এত উপর থেকে নিচে লাফ দেওয়ার কারণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কিভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।