বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

দিনাজপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

 

 

মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রায় ১০ হাজার ইট ভাটা মালিক ও ভাটা শ্রমিকদের নিয়ে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাটা ভাংচুর বন্দের প্রতিবাদে এবং ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিবেশ-বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, সাধারন সম্পাদক মোঃ ময়েন উদ্দীন শাহ্, যুগ্ম সাধারন সম্পাদক এস.এম রবিউল আলম, কোষাধ্যক্ষ মোঃ সেলিম রেজাসহ ১৩ উপজেলা ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জিগজাগ ইট ভাটা বন্দের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজাগ ইট ভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জোর দাবী জানাচ্ছি, জিগজাগ ইট ভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না। তা না হলে আমরা ভ্যাট, ট্যাক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হব। কোন ইট ভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে। পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজ পত্রাদি ইস্যু/নবায়নের জন্য কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার বিধান চালু করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার অনুরোধ করছি। ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষনা দেওয়ার দাবী করছি। ইট ভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে। আমাদের প্রাণের দাবী অবিলম্বে বাস্তাবয়ন না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। বিক্ষোভ সমাবেশ শেষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম। তিনি ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দদের বলেন, জেলা প্রশাসক আপনাদের সাথে আলোচনা না করা পর্যন্ত কোন ভাটা ভাংচুর বা কোন মালিককে হয়রানী করা হবে না। এব্যাপারে মালিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের আলোচনা সাপেক্ষে মালিকদের দাবী বাস্তবায়ন করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn