শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

দাবি না মানলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা: এনবিআর বিলুপ্তির প্রতিবাদে ভোমরায় তিন দিনের কলমবিরতি কর্মসূচি পালন

দাবি না মানলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা: এনবিআর বিলুপ্তির প্রতিবাদে ভোমরায় তিন দিনের কলমবিরতি কর্মসূচি পালন

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিলুপ্ত করে প্রনীত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠন করেছে সরকার। সোমবার (১২ মে) রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সংগঠন এনবিআর ঐক্য পরিষদ তিন দিনের কলমবিরতি কর্মসূচি ঘোষণা করে। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে প্রনীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআরের আওতাধীন ভোমরা স্থল শুল্ক স্টেশনসহ সকল দপ্তর একটানা ৩ দিনের কলমবিরতি কর্মসূচি ঘোষণা দেয়। বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা, বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে বিকাল ৩টা এবং শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলমবিরতি কর্মসূচি পালন করে। তবে কর্মসূচির আওতা বহির্ভূত রয়েছে আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানির রপ্তানি ও জাতীয় বাজেট কার্যক্রম। কাস্টমস দপ্তর কর্মকর্তারা বলছেন, দেশব্যাপী কাস্টমস ও ট্যাক্স বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের চরমোনাই গঠিত পরিষদ সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন করেছে। ঘোষিত কর্মসূচি বুধবার থেকে শুরু হয়ে শনিবারে শেষ হয়েছে। শুল্ক স্টেশন কর্তৃপক্ষ বলছেন, সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে কাস্টম ট্যাক্স বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের গঠিত ঐক্য পরিষদ। ভোমরা শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল সূত্র বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ১৯৯৩ সালে ইন্ডিয়ারের নীতি ও প্রশাসন দুটোকে আলাদা করার জন্য বলেছিল। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশ্বব্যাংক ও চাপ দিয়েছিল। কিন্তু তখন তা বেশি দূর এগোয়িনি। সম্প্রতিক বছরগুলোতে ব্যবসায়ী মহল, সামস্তিক অর্থনীতির বিশেষ্য লোক ও বিদেশী উন্নয়ন সহযোগীরা এনবিআর এর বর্তমান মডেল থেকে সরে আসার তাগিদ দিয়ে আসছিলেন। এ ক্ষেত্রে মোটা দাগে তাদের পরামর্শ ছিল, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করা। এরমধ্যে গত ৫আগস্ট ক্ষমতার পালাবদলের পর অন্তবর্তী সরকার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে এনবিআর সংস্কারে গঠিত পাঁচ সদস্যের পরামর্শ কমিটি গত বছরের চেম্বারে অর্থ উপদেষ্টার কাছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা বিভাগ করার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিবেদন জমা দেয়। তারই আলোকে গত সোমবার রাতে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পথগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। অধ্যাদেশ বাতিলের দাবিতে তিন দিনের কলম বিরতি কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর-এর ক্ষুব্ধ কর্মকর্তারা। পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শুল্ক ও আয়কর কর্মকর্তারা। তারা বলেন, দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এমবিআর-এর সব দপ্তরের এ কর্মসূচি পালন করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn