রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

দাবি আদায় না হওয়া পর্যন্ত নৌ-পথে জাহাজী শ্রমিকরা কর্মবিরতিতে থাকবে

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের কর্মবিরতির ১ম দিনের সমাবেশে এম. নুরুল হুদা চৌধুরী–
দাবি আদায় না হওয়া পর্যন্ত নৌ-পথে জাহাজী
শ্রমিকরা কর্মবিরতিতে থাকবে

২৩ ডিসেম্বর ২০২৪ চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচরে এম.ভি আল বাখেরা জাহাজের ৭ জন শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদঘাটন ও নিহত শ্রমিকদের জীবনের আয় সমপরিমাণ ক্ষতিপূরণ বা জনপ্রতি ২৫ লক্ষ টাকা করে তাদের পরিবারের কাছে প্রদান, আহত শ্রমিকের সু-চিকিৎসা, নৌ-পথে শ্রমিক হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধের দাবীতে অনির্দিষ্ঠকালের কর্মবিরতি শুরু হয় ২৬ ডিসেম্বর ২০২৪ ইং রাত ১২.০১ মিনিট হতে। কর্মবিরতির প্রথম দিন আজ ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় কর্ণফুলী ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে সারা দেশের নৌ-পথের শ্রমিকদের অবিরাম কর্মবিরতি পালনের কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, রেজি: নং: বি ২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় কমিটি, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, রেজি: নং বি- ২১৪৮ চট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, রেজি: নং চট্ট:২০৯০, বাংলাদেশ কার্গো ট্রলার ভাল্কহেড শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-২১১২ এর উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী, সহ সভাপতি মো. আজগর হোসেন তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল মৃধা গ্রীজার, বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, কার্যকরি সভাপতি নুরুল আলম মাস্টার, সহ সভাপতি মো. ইদ্রিস, মো. জাবেদ সুখানী, সাংগঠনিক সম্পাদক জাফর সুখানী সম্পাদক মন্ডলীর সদস্য রাসিবুল ইসলাম রাসেল, মো. মুসা, নাজিম উদ্দিন, আমির হোসেন, মোশাররফ হোসেন, বাংলাদেশ কার্গো ট্রলার ভাল্কহেড শ্রমিক ইউনিয়ন বাকলিয়া থানার সভাপতি মো. ফেরদৌস, সাধারণ সম্পাদক মো. জামাল সুখানী, মো. পারভেজ সুখানী, সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে- জয়নাল সুখানী, দানু মিয়া, নুর আলম সুখানী, মো. সুমন সুখানী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরের আল বাখারা জাহাজে ৭ শ্রমিক হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত এবং অনতিবিলম্বে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। নৌ-পথের শ্রমিকদের শোভন কর্মস্থল ও নিরাপত্তা বিধান করাসহ সকল শ্রমিকদের গেজেট অনুযায়ী নিয়মিত বেতন ও পাওনা পরিশোধের নিশ্চয়তা প্রদান করতে হবে।
নেতৃবৃন্দরা আরও বলেন, কর্ণফুলী ব্রীজের নিচের বয়ায় এম. ভি হুরাইয়া কোম্পানী মেসার্স ছাবের এন্টারপ্রাইজ নামীয় ভাল্কহেড জাহাজটিতে গতরাতে একদল ডাকাত/ জলদস্যু ডাকাতি করে শ্রমিকদের গচ্ছিত টাকাসহ মালামাল এবং জাহাজের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অতি দ্রুত প্রশাসনকে এম. ভি হুরাইয়া জাহাজের দৃষ্কৃতিকারী ডাকাতদের ধৃত করে আইনের আওতায় আনার দাবি জানান। নৌ-পথ নিরাপদ করতে সরকারকে কালক্ষেপন না করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য উদাত্ত আহ্বান জানান। অন্যথায় সারা দেশে নৌ শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn