বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিক নিহত আহত ৫

দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিক নিহত আহত ৫

 

পাবনার সাঁথিয়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় ৩ জন শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ই ডিসেম্বর) ভোর ৫ টার দিকে সাঁথিয়ার- মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার রাঙামাটিয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি করিমন ( শ্যালো ইঞ্জিন চালিত) কে চলন্ত ট্রাক ধাক্কা দিলে করিমনের ৩ কৃষি শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। আরও ৫ জন আহত হয়। নিহতরা হলেন উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে।
সাঁথিয়া থানার ওসি ( তদন্ত) আঃ লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। উক্ত স্থানে এলে সাঁথিয়া গামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই ৩ জন মারা যায়। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn