বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্ত পাওয়া যায় বানেশ্বরে– আবু সাঈদ চাঁদ

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্ত পাওয়া যায় বানেশ্বরে– আবু সাঈদ চাঁদ

 

দেশ গঠনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৩১ দফায় প্রধান বক্তা বলেন দেশ গঠনের নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে হবে কারণ দেশে ৫৮ ভাগ নারী ভোটার রয়েছে। ৩১ দফায় ২৪ নম্বরে বলা আছে ফ্যামিলি কার্ড টা এমন একটি কার্ড যেখানে সরকার নির্ধারিত ১০০০ টাকার বাজার ৩০০ টাকায় পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান বলেন, নারীদের হাতে যে অর্থ যাবে সেই অর্থ সুরক্ষিত এই অর্থ দিয়ে জুয়া খেলা হয় না
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখেছি একটা মানচিত্রে একটা ভৌগলিক ম্যাপ ছাড়া এদেশের ভাগ্যের কোন পরিবর্তন করতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার । এদেশে একটা দল আছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে পাওয়া যাবে। ১৯৭১ সালে যখন শেখ মুজিব ক্ষমতায় আসে তখন ধর্মনিরপেক্ষতা কায়েম করেছিলেন। এবং মহান সংসদে জিয়াউর রহমান বিসমিল্লাহহির রহমানির রহিম প্রতিষ্ঠা করেন। আর আজকে জামায়াতে ইসলামী ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন কর্মকান্ড করে চলেচ্ছে।
শুক্রবার বিকাল ৪ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজ মাঠে এই আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকারের সভাপতিত্বে এবং বানেশ্বর ইউপির সদস্য আলম মেম্বার ও সাবেক মেম্বার আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,
জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক, ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. শামসাদ বেগম মিতালি, সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন।
বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ, বানেশ্বর হাটের ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী রাসেল সরকার, আজিজুল বারি মুক্তা, জেলা সমবায় দলের সাধারণ সম্পাদক রুপস সরকার,
বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শাহজামাল সাবু, রফিক হাজী, তুষার সরকার ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn