বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাত নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর দুমকীতে উপজেলা আওয়ামী লীগের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
চিঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করা এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আ. মান্নানের উপস্থিতিতে দলীয় প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লেবুখালী ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন মোল্লা, সহ-সভাপতি অহিদুর রহমান সহিদ মুন্সী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান মোল্লা (জাকির), লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মো. জলিলুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফোরকান আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুছ আলী মৃধা ও শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেন হাওলাদার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn