
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর দুমকীতে উপজেলা আওয়ামী লীগের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
চিঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করা এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আ. মান্নানের উপস্থিতিতে দলীয় প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লেবুখালী ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন মোল্লা, সহ-সভাপতি অহিদুর রহমান সহিদ মুন্সী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান মোল্লা (জাকির), লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মো. জলিলুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফোরকান আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুছ আলী মৃধা ও শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেন হাওলাদার।