সোমবার - ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দর্শনার বদলে পূজা

‘লিপস্টিক’নামে একটি সিনেমার নায়িকা হিসেবে ওপার বাংলার দর্শনা বণিকের নাম ঘোষণা করা হয়েছিল। তবে ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসা হচ্ছে না তার। ফলে দর্শনা বণিকের পরিবর্তে নেয়া হচ্ছে নায়িকা পূজা চেরিকে।
আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নেওয়ার বিষয়টি আব্দুল্লাহ জহির বাবু নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি। এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।
১৮ জুন ‘লিপিস্টিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। তিনি বলেন লেন, ‘ লিপস্টিক ছবির গল্পের কারণেই এতে চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক।’
অভিনেত্রী জানান, আগামী ২০ জুলাই থেকে ‘লিপস্টিক’ সিনেমার শুটিং শুরু হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn