সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দরবার এ- বেতাগী আস্তানা শরীফে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু স্বরণে মাহফিল অনুষ্ঠিত

দরবার এ- বেতাগী আস্তানা শরীফে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু স্বরণে মাহফিল অনুষ্ঠিত

হানাফী মাজহাবের প্রতিষ্ঠাতা প্রখ্যাত তাবেয়ী ইমামুল মুসলেমীন নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু স্বরণে বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা ও হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশন’র সহযোগিতায় ১১তম আজিমুশশান মাহফিল ৩১ জানুয়ারী,২৫ শুক্রবার বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয় । উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্যও চট্টগ্রাম ছোবহানিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরী ।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দরবার-এ বেতাগী আস্তানা শরীফের নায়েবে মোন্তাজেম ও মেজ শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ (আবু শাহ্) ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবিদী ও শিক্ষক মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ । উপস্থিত ছিলেন মাওলানা আবুজাফর বাদশা, মাওলানা ক্বারী সৈয়দুর রহমান, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মওলানা) ,মাওলানা আবুল ফতেহ মুহাম্মদ বদর উদ্দীন বেতাগী আনজুমানে রহমানিয় মধ্য বেতাগী শাখার সভাপতি মাস্টার মহাম্মদ সাইফুর রহমান, সচিব মুহাম্মদ সুলাইমান, মাওলানা জমির উদ্দিন ।
সভাপতির বক্তব্যে বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) বলেন-দরবার-এ বেতাগী আস্তানা শরীফের অন্যতম বৈশিষ্ঠ হলো দ্বীন ও মাজহাব মিল্লাতের উপর যখন আঘাত আসে তখন দরবারের পক্ষ থেকে সীমাবদ্ধতার মধ্যে থেকে ও সুন্নীয়ত ও মাজহাব মিল্লাতের জন্য আন্দোলন সংগ্রামে সহযোগিতা করা যার অনন্য উদাহরণ হলো এদেশের স্বাধীকার ও মাজহাব মিল্লাতের অনন্য আন্দোলন খেলাফত আন্দোলন ও বৃটিশ বিরোধী আন্দোলনে আল্লামা হাফেজ বজলুর রহমান (রহঃ) এর সক্রিয় অংশগ্রহন । পাশাপাশি যখন খারেজীদের উত্তান হয় ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা আজিজুল হক আল কাদেরীকে সাথে নিয়ে তাদের ভ্রান্ত মতবাদের স্বরুপ উৎপাঠনের জন্য আক্বিদা ভিত্তিক কার্যক্রম পরিচালনা করেন । তারই স্রোত ধারায় তারই সুযোগ্য সন্তান কুতুবে জমান হযরত আল্লামা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীনতার স্বপক্ষে অংশগ্রহন করেন । মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা অর্জনের স্বাধীনতা সংগ্রামীদের জন্য প্রতিদিন পবিত্র খতমে খাজেগান ও তাহলীল পরিচালনা করতেন । পাশাপাশি এলাকায় আগত মুক্তিযোদ্ধাদের ও অসহায় হিন্দু পরিবার সহ অনেকের নিয়মিত খাবার দাবারের ব্যবস্থা করতেন। পাশাপাশি আগামী ১০ শাবান ১০ ফেব্রুয়ারী,২৫ এপ্রিল আল্লামা হাফেজ বজলুর রহমান (রহঃ) এর বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বাষিক সভা ও বেতাগী আন্জুমানে রহমানিয়ার বার্ষিক সম্মেলনে সবার অংশগ্রহনের জন্য দাওয়াত জানান ।
বক্তারা বলেন – ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহুর পদাঙ্ক অনুসরণের মাধ্যমে ধর্মীয় ফেতনা হতে মাজহাব মিল্লাতকে বাচাতে হবে। পরিশেষে দেশ জাতি মানবতার বৃহত্তর কল্যাণ কামনা কওে খতমে খাজেগান শরীফ পরিচালনা ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন দরবার-এ বেতাগী আস্তানা শরীফের নায়েবে মোন্তাজেম ও মেজ শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ (আবু শাহ্) ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn