
দমদমের শ্যামনগর অঞ্চলে একটি নতুন ট্রাফিক কিয়স্কের শুভ সূচনা
আজ ১৬ই জানুয়ারী বৃহস্পতিবার, দমদমের শ্যামনগর অঞ্চলে একটি নতুন ট্রাফিক কিয়স্কের শুভ সূচনা করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া।
জানাযায় যান চলাচলের সুবিধার জন্য এবং স্থানীয় কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে দমদমের শ্যামনগরে এই নতুন ট্রাফিক কিয়স্কের শুভসূচনা করেছেন পুলিশ কমিশনার,
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া, ডিসি ট্রাফিক অতুল বিশ্বনাথন, এসিপি ট্রাফিক ডানলপ সৌম্য নন্দ সরকার , টিআই সুরেশ্বর মন্ডল ,এছাড়াও উপস্থিত ছিলেন নাগেরবাজার থানার ওসি তরুণ দেবনাথ, ওসি ট্রাফিক বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা।
বহুদিন ধরেই এই জায়গায় মানুষের চলাচলের খুব অসুবিধা হচ্ছিল, স্কুলের ছাত্রছাত্রীরা পার হতে গিয়ে অনেক রকম অসুবিধাই পড়তেন, শুধু তাই নয়, নিয়ম শৃঙ্খলা না মেনে গাড়ি-ঘোড়া চলতো, হলে শুধু যানজট নয়, কোন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে,এই। সকল কথা মাথায় রেখেই নতুন ট্রাফিক কিয়স্কের শুভ সূচনা করলেন, জাতে ছাত্র-ছাত্রীরা সিগন্যাল দেখে নির্ভয়ে পারাপার হতে পারে।