বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দক্ষিণ ২৪ পরগনায় বৌদির কাটা মুন্ডু হাতে নিয়ে সোজা থানায় হাজির যুবক 

দক্ষিণ ২৪ পরগনায় বৌদির কাটা মুন্ডু হাতে নিয়ে সোজা থানায় হাজির যুবক

 

এক হাতে ধারালো অস্ত্র, অন‍্য হাতে বৌদির কাটা মুন্ডু। এভাবেই এলাকার রাস্তায় ঘুরে বেড়াল দেওর। শনিবার (৩১ মে) হাড়হিম করা ঘটনা ঘটল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায়। যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, জেরায় যুবক পুলিশকে জানিয়েছে, কাটা মুন্ডুটি তাঁর বৌদির। প্রত‍্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে এলাকায় তাঁরা ওই যুবককে কাটা মুন্ডু হাতে ওভাবে দেখে চমকে ওঠেন। নির্লিপ্তভাবে হ‍েঁটে যেতে দেখা যায় তাকে রাস্তা দিয়ে। মনে করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে খুন করে মহিলার ধড় থেকে মুন্ডু আলাদা করে ফেলে ওই যুবক। তারপর সেই রক্তাক্ত মাথা নিয়ে রাস্তায় হেঁটে বেড়াতে থাকে সে। এরপর সোজা থানায় চলে যায় । তবে কি কারণে সে এমনটা করল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তাকে গ্রেফতার করেছে পুলিশ। কাটা মাথা এবং ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn