শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দক্ষিণ তারাবুনিয়ায় ২ মাসের শিশুসহ গৃহকর্মী সুইটি বেগমের আত্মহত্যা

দক্ষিণ তারাবুনিয়ায় ২ মাসের শিশুসহ গৃহকর্মী সুইটি বেগমের আত্মহত্যা

 

শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ৩ নং ওয়ার্ডে (১০ জুন) মঙ্গলবার আফা মোল্লার কান্দি গ্রামে ২২ বছর বয়সী সুইটি বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সুইটি বেগমের বিয়ে হয় মুন্সিগঞ্জের ছেলে শাহীনের সাথে কিছু দিন আগে বাবার বাড়ী দক্ষিণ তারাবুনিয়ায় আসেন এবং আত্মহত্যা করেন তার বাবার বাড়ীতে। তার দুই মাস বয়সী সন্তান রয়েছে।

সুইটির পিতা মৃত ছবর আলী মোল্লা। পারিবারিক কলহ বা মাথায় সমস্যা থেকেও আত্মহত্যার মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

সুইটির মা বলেছেন, বাচ্চা হওয়ার পর ওর মাথায় সমস্যা দেখা দিয়েছে বাচ্চাকে কোন যত্ন নিতো না আমরাই ওর বাচ্চাকে গোসল খাওয়ানো সব করতাম।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান সেকান্দর খান বলেন,
“পারিবারিক কলহের কারণে সুইটি বেগমের এমন দুঃখজনক ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। আমরা এলাকায় শান্তি ও সমঝোতার পরিবেশ বজায় রাখতে কাজ করছি। প্রশাসনও দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।”

সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন,
“প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারী হাসপাতালে পাঠানো হবে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা সুইটির আত্মহত্যায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত পারিবারিক কলহ মীমাংসার আহ্বান জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn