শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

দক্ষিণ কোরিয়া গেলো মিরসরাই এর শিক্ষার্থী মীম

কোরিয়া গেলো মীরসরাইয়ের কৃতি শিক্ষার্থী মীম

বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগীতায় বাংলাদেশী শিক্ষার্থীরা অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর বয়ে আনছে প্রতিবছর। অংশ নিচ্ছে তারা বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামেও। সেই ধারাবাহিকতায় এবারের ২৫ তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি-২০২৩ এ যোগ দিতে দক্ষিণ কোরিয়া গমন করেছে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জেবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহিনা আক্তার মীম। চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নীয়া মহিলা ফাজিল মাদ্রাসার স্কাউট টিমের সাথে যুক্ত হয়েছে সে।

৩০জুলাই, ২০২৩ খৃ. রবিবার বাংলাদেশ কন্টিনজেন্টের সাথে বাংলাদেশ সময় রাত ১১.৫৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় তারা। ১৫ দিনের সফর শেষে আগামী ১৩আগষ্ট, ২০২৩ রবিবার দেশে ফেরার কথা রয়েছে তাদের।

এই কৃতি শিক্ষার্থী স্কাউটস সদস্য মীম জেবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে মীরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদর উদ্দিন ভূঁইয়া বাড়ির স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া ও নাজমা আক্তারের একমাত্র কন্যা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn