বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ত্রিশালের মৌমিতা।নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম

ত্রিশালের মৌমিতা।নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম

 

জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ময়মনসিংহের ত্রিশালের মেয়ে মৌমিতা আক্তার। তিনি ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী এমদাদুল হক ও সংরক্ষিত সাবেক নারী কাউন্সিলর মোছা. তাসলিমা আক্তারের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, মৌমিতা শুকতারা বিদ্যানিকেতন থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ শিক্ষাবর্ষে এসএসসিতে জিপিএ-৫ ও ত্রিশাল সরকারি নজরুল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সঙ্গে উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মানুষের সেবা করার। সেই ইচ্ছা পূরণ করতে তিনি ময়মনসিংহ শহরের একটি নার্সিং কোচিং সেন্টারে ভর্তি হন। কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করলেন মৌমিতা।

তার মা তাছলিমা আক্তার বলেন, ‘আমার মেয়ের স্বপ্ন ছিল মানুষের সেবা করার। সেই স্বপ্নের প্রথম ধাপ আজ সে অতিক্রম করেছে। আমার মেয়ে ছোটবেলা থেকেই ছাত্রী হিসেবে ভাল ছিল। কিন্তু সারা দেশে প্রথম হবে তা আমরা কল্পনাও করিনি। মৌমিতা যেন তার স্বপ্ন পূরণ করতে পারে সবার কাছে দোয়া চাই।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn