রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ত্রিপুরার কৈলাশহরে ৩ বাংলাদেশি গ্রেফতার 

ত্রিপুরার কৈলাশহরে ৩ বাংলাদেশি গ্রেফতার

 

ফের বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ। ৩ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার করে ভারতের ত্রিপুরারাজ‍্যের কৈলাশহর থানা পুলিশের হাতে তোলে দেয়। কৈলাশহর থানার পুলিশ ৩ বাংলাদেশের নাগরিকদের মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) দুপুরে কৈলাশহর আদালতে প্রেরণ করেছেন। এনিয়ে কৈলাশহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সাংবাদিকদের জানান, ধৃত ৩ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিগত ৯ মাস আগে ভারতের অন্ধপ্রদেশ রাজ‍্যে পৌঁছেন। সেখানে বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডে কাজ করেছেন বলে পুলিশের কাছে জানান ধৃত ৩ বাংলাদেশি নাগরিক। অন্ধপ্রদেশ থেকে তারা সোমবার ( ২৫ নভেম্বর ) সন্ধ‍্যায় কৈলাশহরে আসে। গভীর রাতে কৈলাশহরের সমরুরপাড় এলাকার ভারত- বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ১৮৬৯ নং পিলারের কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাবার সময় টহলরত বিএসএফ ৩ জনকে আটক করা হয়। ধৃত ৩ জন নাগরিক নিজেরাই স্বীকার করেছে তারা বাংলাদেশের নাগরিক। ধৃত ৩ জন বাংলাদেশি নাগরিকদের নাম যথাক্রমে রায়হানুর রহমান, জায়েদ আহমেদ এবং রুমন মিয়া। তারা সবাই সিলেট বিভাগের বাসিন্দা বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn