ত্রিপুরার কৈলাশহরে ৩ বাংলাদেশি গ্রেফতার
ফের বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ। ৩ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার করে ভারতের ত্রিপুরারাজ্যের কৈলাশহর থানা পুলিশের হাতে তোলে দেয়। কৈলাশহর থানার পুলিশ ৩ বাংলাদেশের নাগরিকদের মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) দুপুরে কৈলাশহর আদালতে প্রেরণ করেছেন। এনিয়ে কৈলাশহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সাংবাদিকদের জানান, ধৃত ৩ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিগত ৯ মাস আগে ভারতের অন্ধপ্রদেশ রাজ্যে পৌঁছেন। সেখানে বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডে কাজ করেছেন বলে পুলিশের কাছে জানান ধৃত ৩ বাংলাদেশি নাগরিক। অন্ধপ্রদেশ থেকে তারা সোমবার ( ২৫ নভেম্বর ) সন্ধ্যায় কৈলাশহরে আসে। গভীর রাতে কৈলাশহরের সমরুরপাড় এলাকার ভারত- বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ১৮৬৯ নং পিলারের কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাবার সময় টহলরত বিএসএফ ৩ জনকে আটক করা হয়। ধৃত ৩ জন নাগরিক নিজেরাই স্বীকার করেছে তারা বাংলাদেশের নাগরিক। ধৃত ৩ জন বাংলাদেশি নাগরিকদের নাম যথাক্রমে রায়হানুর রহমান, জায়েদ আহমেদ এবং রুমন মিয়া। তারা সবাই সিলেট বিভাগের বাসিন্দা বলে জানা গেছে।