বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ত্রিপুরায় আটক বাংলাদেশি মহিলা ও কিশোরী 

ত্রিপুরায় আটক বাংলাদেশি মহিলা ও কিশোরী

 

ফের বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে ধরা পড়লো ২ বাংলাদেশি নাগরিক। মোটা অংকের বিনিময়ে কিছু দালাল চক্র এ কাজে সক্রিয় হয়ে উঠেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) রাতে ইন্দো- বাংলা সীমান্তের কদমতলা থানা এলাকার ইচাই টুলগাঁও এলাকায় পুলিশের পেট্রোলিংয়ের টহলধারীর সময় অপরিচিত এক বৃদ্ধা ও এক কিশোরীকে ঘুরাঘুরি করতে দেখে কর্তব্যরত পুলিশ। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ঐ এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কোনও এক দালাল চক্রের মাধ‍্যমে। তখন এএসআই ডিএম চাকমা তাদের কদমতলা থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশের নাগরিক নিশ্চিত হওয়ার তাদের বিরুদ্ধে ৮১/২৪ নম্বরে এবং ১৯২০ সালের ভারতীয় পাসপোর্ট আইনের ০৩ ধারায় একটি মামলা রুজু করা হয়। জানা গেছে, ধৃত বাংলাদেশি মহিলার নাম মোছাঃ রুবেয়া (৬০) অপরজন ১৫ বছরের এক নাবালিকা। ২ জনের বাড়ি বাংলাদেশে নিরা থানাধীন সিকান্দার পাড়া গ্রামে। বুধবার (১৮ ডিসেম্বর ) ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn