রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

তেহরিক- উল- মুজাহিদিনের অন‍্যতম সদস্য জাভেদ মুন্সি গ্রেফতার 

তেহরিক- উল- মুজাহিদিনের অন‍্যতম সদস্য জাভেদ মুন্সি গ্রেফতার

 

এবার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ক‍্যানিং থেকে গ্রেফতার হল সন্দেহভাজন জঙ্গি। জম্মু – কাশ্মীর ও রাজ‍্য পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে এই জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃত জঙ্গির নাম জাভেদ মুন্সি। তিনি শ্রীনগরের বাসিন্দা। তেহরিক- উল- মুজাহিদিনের অন‍্যতম সদস‍্য এই জঙ্গি খবর মিলেছে। জাভেদ মুন্সি ক‍্যানিং হাসপাতালের মোড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার (২১ ডিসেম্বর ) রাতে জম্মু – কাশ্মীর পুলিশ, রাজ‍্য পুলিশের এসটিএফ এবং ক‍্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে। সূত্রে প্রকাশ, নাশকতামূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার। জাভেদ বাংলায় বসে কোনও নাশকতার ছক কষছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কাশ্মীর থেকে কোনও নাশকতামূলক কার্যকলাপ করে বাংলায় আত্মগোপন করেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn