
তেলেঙ্গানায় পুলিশের গুলিতে ৭ মাওবাদী নিহত
২০২৬ সালের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করার লক্ষ্য নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য পূরণের পথে আরও একধাপ এগোল দেশ। পুলিশের অভিযানে ভারতের তেলেঙ্গানার মুলুগুতে অন্তত ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছে মাও নেতা বদ্রু ওরফে পাপান্না। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, এতুরনাগারামের চাল পাকা অরণ্যে অভিযান চালায় পুলিশ ও নকশাল বিরোধী বিশেষ বাহিনী ” গ্রেহাউন্ড”। আর এর পরই শুরু হয় গুলি বিনিময়। তাতেই ৭ জন মাওবাদী নিহত। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২টি একে ৪৭ সহ বেশ কিছু আগেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
Post Views: ৯৫