বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

তেলেঙ্গানায় পুলিশের গুলিতে ৭ মাওবাদী নিহত 

তেলেঙ্গানায় পুলিশের গুলিতে ৭ মাওবাদী নিহত

 

 

২০২৬ সালের মধ‍্যে ভারতকে মাওবাদী মুক্ত করার লক্ষ‍্য নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ‍্য পূরণের পথে আরও একধাপ এগোল দেশ। পুলিশের অভিযানে ভারতের তেলেঙ্গানার মুলুগুতে অন্তত ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ‍্যে রয়েছে মাও নেতা বদ্রু ওরফে পাপান্না। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, এতুরনাগারামের চাল পাকা অরণ‍্যে অভিযান চালায় পুলিশ ও নকশাল বিরোধী বিশেষ বাহিনী ” গ্রেহাউন্ড”। আর এর পরই শুরু হয় গুলি বিনিময়। তাতেই ৭ জন মাওবাদী নিহত। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২টি একে ৪৭ সহ বেশ কিছু আগেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn